শৈলকুপা

“শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ

সম্রাট হোসেন, শৈলকুপা, ঝিনাইদহ চোখ-
গত ৪ দিন ধরে ঝিনাইদহে সূর্যের দেখা মিলছেনা। প্রচণ্ড শীত সাথে যোগ হয়েছে হিমালয় থেকে আসা কনকনে ঠান্ডা বাতাস। এতে করে চরম মানবতার জীবন যাপন করছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করার জন্য আজ সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাস স্টাণ্ডের পাশে চণ্ডিপুর ” আব্দুল কাদের (রা.) দারুসসালাম মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং” এ এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বোল বিতরণ করা হয়।

“শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” অন্যতম পরিচালক মানবিক মানুষ ও যুবনেতা প্রবাসী মেহেদী হাসান ভাইয়ের আর্থিক সাহায্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির” প্রধান পরামর্শক মোঃ ইব্রাহিম খলিল এসময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, শোলকুপা আঞ্চলিক কতা কওয়া গুষ্টির সদস্য ও পরিচালক গণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button