ছুটি শেষে চিরচেনা রুপে ফিরলো ইসলামী বিশ্ববিদ্যালয়
রানা আহম্মেদ অভি, ইবি, ঝিনাইদহ চোখ-
শীতকালীন ও সাপ্তাহিক ছুটিসহ মোট বারো দিনের ছুটি শেষে শ্রেণিকক্ষে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তাদের পাদচারণায় যেন প্রাণ ফিরে পেয়েছে ১৭৫ একরের সবুজ প্রাঙ্গণ। অনিন্দ্য সুন্দর বাহারি চিরচেনা ক্যাম্পাসে ফিরেছে নিয়মিত রূপ।
শনিবার (০৭ জানুয়ারি) ছুটি শেষে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অফিসিয়াল সকল কার্যক্রম। তবে ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ না থাকায় জরুরি সেবাসমূহ শিক্ষার্থীদের জন্য চালু ছিল।
টানা প্রায় দেড় সপ্তাহ ছুটির পর শিক্ষার্থীদের কোলহলে মুখরিত এখন প্রতিটি চত্বর। যদিও হিমশীতল প্রথম দিনে শ্রেণিকক্ষে উপস্থিতি কিছুটা কম। তবে আবহাওয়া একটু উঞ্চ হয়ে উঠলে স্বাভাবিক উপস্থিতি হবে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, আম বাগান, ডায়না চত্বর, বটতলা, জিয়া মোড়, শহীদ মিনার, লাইব্রেরিসহ সব জায়গা শিক্ষার্থীদের উপস্থিত থাকতে সরেজমিনে দেখা যায়।