মহেশপুর

মহেশপুরে চোরাকারবারিসহ সাড়ে ৫ লাখ টাকার গহনা উদ্ধার

ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাদরতনপুর গ্রাম থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের রুপার গহনা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। আজ (১৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে এ চোরাকারবারিসহ এ গহনা উদ্ধার করা হয়।

চোরকারবারির পরিচয়- ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা বাজার চাদরতনপুর গ্রামের কুড়ুল মালিথার ছেলে কামাল মালিথা (৩৮)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আগে থেকেই ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা । এরপর ঐসময় এক ব্যক্তিকে চাদরতনপুর গ্রামের রাস্তা দিয়ে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে তাড়া করে । ঘটনা বুঝে কামাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলা হয়। এসময় তার কাছে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাসি করে ৪.৪৬৮ কেজি শুল্ক ফাকি দেয়া রুপার গহনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫,৩৬,৩০৪/- (পাচ লক্ষ ছত্রিশ হাজার তিনশত চার টাকা মাত্র)।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ এবং জব্দকৃত রুপার গহনা তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button