না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহের তসলিমা আপা
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের সাবেক ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ও ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোছা. তসলিমা খাতুন (৫৮) মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
close
তসলিমা খাতুন জন্মসূত্রে মাগুরা জেলার মেয়ে হলেও বৈবাহিকসূত্রে ঝিনাইদহের কলাবাগান পাড়ার স্থায়ী বাসিন্দা এবং আমেনা খাতুন ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ওলিউল আলমের স্ত্রী।
মৃত্যুকালে তিনি স্বামী এবং এক ছেলেসন্তানসহ অসংখ্য ছাত্রছাত্রী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই জেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, বর্তমান মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল, বাংলাদেশ শিক্ষক সমিতির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা গভীর শোক এবং শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ ঝিনাইদহ উজির আলী স্কুল কলেজ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।