কালীগঞ্জটপ লিড

কালিগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল জাতীয় স্পিরিট পান করে তিনজন মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা মারা যান।

নিহতদের মধ্যে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)। এরমধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাস্টান্ডের রেজা হোমিও হল থেকে এ্যালকোহল পান করে। এরপর অসুস্থ্য হয়ে পড়ে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, শহরের একটি হোমিও দোকান থেকে এই বিষাক্ত স্পিরিট খেয়েছিল। তদন্ত করলে মেয়াদোত্তীর্ণ স্পিরিট খেয়ে মৃত্যুর কারণই আসবে বলে তিনি মনে করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই এ্যালকোহল পান করেছিল। এ্যালকোহল পানের পর তারা সবাই বিষ্ক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button