শৈলকুপা

শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করলেন শৈলকুপা ইউএনও

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করেছেন। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার ১০৪ নং খুলনা বাজার ও ১৪নং সিদ্দি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহিত দিতে তিনি শিক্ষার্থীদের সাথে ক্লাসে অংশ নেন। ইউএনও এর সঙ্গে বসে ক্লাস করায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।

এসময় প্রতিষ্ঠান দুইটির প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বিভিন্ন পরার্মশ প্রদান করেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে পরিচিত হন। যোগদানের পর থেকেই তিনি প্রশাসনিক দায়িত্বপালনের পাশাপাশি একটানা শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন।

জানাযায়, ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী একের পর এক স্কুলে আকস্মিক পরিদর্শন, স্বল্প সময়ের ক্লাস, দিক-নির্দেশনা প্রদান, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদানের কারণে এখন প্রতিটি স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া তার সার্বিক কার্যক্রম, নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের ফলে শিক্ষকদের মধ্যেও এখন ব্যাপক সচেতনতা সৃষ্টি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার একটি সুন্দর ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, সকলকে সাথে নিয়ে কাজ করছি। এভাবে কিছু কাজ করাটা আমার কাছে মনে হয়েছে সময়ের দাবি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখানো ও সঠিক পথে রাখা আমাদেরই কর্তব্য। এ ছাড়া আমাদেরকে দেখে যেন বাচ্চারা আমাদের মতো হবার স্বপ্ন দেখতে পারে । সকলের ব্যাপক সহযোগিতা ও সমর্থন পাচ্ছি। আমরা উত্তরণের পথে হাঁটছি। আশা করি, অভাবনীয় একটা পরিবর্তন হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button