মহেশপুরে জাতির জনকের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস জাকজমক ভাবে পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দলীয় নেতা কর্মীদের নিয়ে বনাঢ্য র্যালী বের করে। র্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি প্রমুখ।
পরে দলীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকীর কেক কাটেন এমপি শফিকুল আজম খান চঞ্চল।
পরে রাতে মহেশপুর সরকারী মডেল পাইট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।