হরিণাকুন্ড হিজলী গ্রামে কৃষি উপকরণ ও মুরগী পালনে প্রশিক্ষণের উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্মার্ট ভিলেজ হিজলী গ্রাম পরিদর্শন করলেন ঝিনাইদহ জেলার নবগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
এসময় তিনি কৃষি অফিসের আয়োজনে বীজ নেট ও ঝরণা,প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দেশী মূরগী পালন ব্যাবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন সহ সমাজসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করার পাশাপাশি পিআইও অফিসের আয়োজনে হতদরিদ্রদের মাঝে ভিজিডি এর চাউল বিতরণ করলেন।
বৃহস্পতিবার সকালে হিজলী গ্রামে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক(নবগত) এসএম রফিকুল ইসলাম।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আরিফুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ (নবাগত) মোঃ আবু আজিফ,পৌরসভার মেয়র ফারুক হোসেন,কৃষি অফিসার হাফিজ হাসান, কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
নবাগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম হিজলী গ্রামের নারী, পূরুষ ও যুবক যবতিদের সাথে কুশলাদি বিনিময়কালে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি রাতদিন পরিশ্রম করা সহ মেধা ও মননের বিকাশ সমৃদ্ধ স্মার্ট ভিলেজ হিজলী গ্রাম বিনির্মাণে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, কৃষি অফিসার হাফিজ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানকে সাধুবাদ জনান।