নানা আয়োজনে শৈলকুপায় বর্ষবরণ
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ৮টায় শৈলকুপা উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এর পর উপজেলা পরিষদ চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই,সংগীত পরিবেশন, সাপের ঝাপান খেলা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, পৌর মেয়র কাজী আশরাফুল আজম,সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বনি আমিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শৈলকুপা উপজেলা পরিষদ কতৃক রমনা বটমূলের আদলে তেরী করা মঞ্চ সবার নজর আকৃষ্ট করে। অনুষ্ঠান শেষে এমপি আব্দুল হাই সদ্যপ্রয়াত ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জিকুর শোক সন্তপ্ত পরিবারের নিকট গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন।