ঝিনাইদহ সদর

গরু খামারীদের পাশে দাাঁড়ালো ঝিনাইদহ এফএনএফ ফার্মা

ঝিনাইদহ চোখ-
গরুর ক্ষুরা রোগ থেকে বাঁচাতে খামারীদের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড । আজ বিকেলে ১ হাজার ক্ষুরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন বিনা মূল্যে প্রদাণ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার মখলেছুল ইসলাম ।

ঝিনাইদহ প্রাণীসম্পদ অফিসের তত্বাবধানে ক্ষুরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন তুলে দেওয়া হয় বাংলাদেশের ডেইরি আইকন আম্বিয়া খাতুন লাকির হাতে । সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার মন্ডল, এলইউভি তারেক মুছা, এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বায়োলজিক্যাল ম্যানেজার কোহিনুর পারভীন, ডিএসএস মন্জুরুল ইকবালসহ অন্যান্যরা ।

ডেইরি আইকন আম্বিয়া খাতুন লাকি বলেন, আমরা যারা গরু খামারীরা রয়েছি তারা পশুর ক্ষুরা রোগ নিয়ে খুব চিন্তায় থাকি । এ ধরনের উদ্যক অবশ্যই প্রশংসনীয় ।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনজিৎ কুমার সরকার বলেন, পশুর ক্ষুরা রোগ খুবই বিপদজ্জনক একটি রোগ । এ রোগ থেকে বাঁচতে ভ্যাকসিনের কোন বিকল্প নেই । সঠিক সময়ে যদি পশুকে ভ্যাকসিন প্রদান করা যায় তবে চিন্তার কোন কারণ নেই ।

এফএনএফ ফার্মার এমডি মখলেছুল ইসলাম জানান, আমাদের এ প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্তি হয়েছে । দীর্ঘসময় পথচলায় খামারীরাই আমাদের পাশে থেকেছে । তাদের জন্য কিছু করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার । আমরা সবসময় সচেষ্ট আছি তারা যেন স্বল্প মূল্যে ভ্যাকসিন পেতে পারে । সেজন্যে আমরা সর্বদা সবধরনের ভ্যাকসিনের দাম খামারীদের নাগালের মধ্যে রাখি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button