শৈলকুপা

শৈলকুপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চঞ্চল মাহমুদ, শৈলকুপা, ঝিনাইদহ চোখ-
আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধীসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

সোমবার দুপুরে ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রাজিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মাদক, বাল্যবিবাহ, নারী শিক্ষা ও যৌতুক প্রথাসহ বিভিন্ন দিক নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) বনি আমিন, শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম প্রমুখ। পরে মতবিনিময় শেষে ধলহরাচন্দ্র ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button