ঝিনাইদহে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
ঝিনাইদহের চোখঃ
৫ম উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহের শৈলকুপায় আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর বাজারে এ সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান, শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ও শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, বগুড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা, আমজাদ হোসেন মোল্লা, নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উকিল মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলের মৌখিক অভিযোগ আমলে নিয়ে অতিথিবৃন্দ সমাধানের নির্দেশ দেন। সেই সাথে এ উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে উভয় পক্ষকে কঠোর হুশিয়ারী প্রদান করেন।