ঝিনাইদহের আলহেরা হাইস্কুলে গণহত্যা দিবস পালিত

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের আলহেরা হাইস্কুলে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আলহেরা ইসলামী ইন্সটিটিউট (মাধ্যমিক বিদ্যালয়) প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার এস এম আবু বক্কর। এছাড়াও উপস্থিত ছিলেন, আলহেরা হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সহকারি প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, শিক্ষক তাজুল ইসলাম, গোলাম কিবরিয়া, জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং স্বাধীনতা সংরক্ষণে শপথ গ্রহণ করা হয়। ২৫ মার্চসহ স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধুসহ বাংলাদেশ স্বাধীন করতে যারা ঐতিহাসিক ভ’মিকা পালন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।