শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের শামছুল হুদা খাঁন কলেজে মার্চ মাসের পল্লী বিদ্যুৎ বিলে নীট ব্যবহার বিলের সাথে গেটে তালা দেওয়ার কারনে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
বর্তমান জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ -৩, (মহেশপুর- কোটচাঁদপুর) জনাব এাড. শফিকুল আজম খাঁন চঞ্চল এর পিতার নামে ২০১১ সালে অত্র কলেজটি প্রতিষ্ঠিত।
অত্র কলেজের মার্চ ২০১৯ মাসের পল্লী বিদ্যুৎ বিলে নীট ব্যবহারিত বিল উঠেছে ২১৭ টাকা। আর গেটে তালা লাগানো থাকার কারনে জরিমানা করেছে ২০০০ টাকা। এটাই পল্লী বিদ্যুতের নিত্য কাহীনি।