শৈলকুপা
ঝিনাইদহে হাসপাতাল গুলোর সেবার মান কমছে!

কামরুজ্জামান লিটন, ঝিনাইদহের চোখঃ
আমরা সব সময় বলি হাসপাতালের সেবার মান অনেক উন্নত হয়েছে। আসলেই কি তাই?
শৈলকুপার পৌরসভার টিএনটি পাড়ার হোসাইন নামে এক শিশুর পড়ে যেয়ে মুখের নিচে থুতমা কেটে যায়।অনেক রক্ত পড়তে থাকে, শিশু বাচ্ছাটির কাঁন্না দেখে মা,বাবা, দিশে হারা হয়ে ছুটাছুটি করতে থাকে। দ্রুত নিয়ে যাই শৈলকুপা হাসপাতালে।
হাসপাতালে ইমারজেন্সি (জুরুরী বিভাগ) রক্ত মুছে ঔষধ লাগিয়ে সেঁলাই করতে থাকে। সেই সাথে শিশুটির কান্না আরও বাড়তে থাকে।
শিশুটির দুটি সেঁলাই করে ঔষধ দিয়ে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেন।
কিন্তু বাড়ি যেতে না যেতেই একটি সেলাই খুলে যায়, আর একটি সেলাই খুলার পথে। এই মাসুম শিশুটির আবার যদি সেলাই দিতে হয় তা হলে কি হতে পারে। এমন যদি আমাদের হাসপাতালের সেবার মান হয় তাহলে সাধারন মানুষ যাবে কোথায়।