শৈলকুপা

ঝিনাইদহে ভুয়া ডিবির ওসি আটক !

কামরুজ্জামান লিটন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপার ভাটই এলাকা তেকে রোববার ডিবি পুলিশের ভূয়া ওসিকে আটক করেছে পুলিশ।

আটককৃত প্রতারক খোকন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েশপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জনান, রোববার সন্ধ্যার দিকে ভাটই বাজারের মিয়া মার্কেটের সামনে নিজেকে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে প্রতারণা করছিল। খোকনের সাথে আরো ৩ জন ছিল। তারা প্রাইভেট কারে করে ভাটই বাজারে আসে। ডিবি পুলিশের ওসি পরিচয়ে আরাপপুর এলাকার গরু ব্যবসায়ী নজরুলকে ভাটই বাজার থেকে প্রতারক চক্রটি আটক করে। পরে তার কাছে থাকা নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয়। ডিবি পুলিশের ওসি পরিচয়দানকারী খোকনের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুুুুলিশকে খবর দেয়। অবস্থা বেগতিক দেখে তার সহযোগিরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকুপা থানার অফিসার ওসি কাজী আয়ুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভূয়া ডিবি ওসিকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে।

এসময় তার কাছ থেকে ছিনতাই এর নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ও একটি ধারালো ছোরা এবং ভূয়া পুলিশের পরিচয়পত্র উদ্ধার করে। আটককৃত খোকন ও তার সহযোগীদের বিরুদ্ধে গরু ব্যবসায়ী নজরুল ইসলাম শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button