ঝিনাইদহের লেখাপড়া বন্ধ হওয়া ছেলেটির দায়িত্ব নিলেন যুবলীগ নেতা
#সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের আরাপপুরের মেহেদী হাসান এর লেখাপড়ার সকল দায়িত্ব নিলেন ঝিনাইদহ সদর থানা যুবলীগের সাবেক আহ্বাক নুরে আলম বিপ্লব।
জানা যায়, আরাপপুর গ্রামে শরিখ শেখ হাটের রাস্তার পাশে ফুতপাতে হকারীর মালামাল বিক্রি করেন।
সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে। কিন্তু তার অল্প উপার্জনে সংসার চলে না। এছাড়া স্ত্রীর অসুখও আছে। ওষুধপত্র কিনতে প্রতি মাসে টাকা লাগে। লোকের কাছ থেকে সুধের টাকা দিয়ে স্কুলে বেতন এবং পরীক্ষার ফী দিয়েছেন একমাত্র ছেলে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মেহেদী হাসানের। কিন্তু এভাবে এর কত দিন। তাই তিনি ঠিক করেন ছেলে লেখা পড়া বন্ধ করে দেবেন। বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নজরে পড়েন ঝিনাইদহ সদর থানা যুবলীগের সাবেক আহ্বাক নুরে আলম বিপ্লব এর।
তিনি ছেলের বাবা শরিফ শেখ কে তার অফিসে ডাকেন এবং নগদ টাকাসহ স্কুলের বেতন, ফী যাতে মাফ করা যায় সে বিষয়ে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সাথে কথা বলেন।
এ ব্যাপারে যুবলীগ নেতা নূরে আলম বিপ্লব জানান, একজন মেহেদীর টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যাবে সেটা হতে দেওয়া যায় না, আজ থেকে আমি আমার ব্যাক্তিগতভাবে মেহেদীর লেখাপড়ার দায়িত্ব নিলাম। মেহেদী আবারও স্কুলে যাবে, লেখাপড়া করবে।
নেতার এমন উদারতা দেখে আবেগ অপ্লুত হয়ে কেঁদে ফেলেন মেহেদীর পিতা ।