#শেখ রুহুল আমিন, ঝিনাইদহের চোখঃ
উপজেলার ভাটই বাজারে কাঁচা কলা কেনা-বেঁচার হাট বসেছে মহাসড়কের সাথে। এর ফলে সড়কে যানবহন চলাচলে মারাত্মক বাধাঁগ্রস্ত হচ্ছে। এতে করে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিষয়টি ভুক্তভোগী এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার দু’দিন কলার হাট বসে। গ্রাম-গঞ্জের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এই হাটে কলা বিক্রির জন্য নিয়ে আসে। হাটটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সাথে লাগুয়া। এ কারণে ব্যাপারীরা কলা মহাসড়কের উপরে রেখেই যানবহন লোড করেন। ফলে ওই সড়কে দু’দিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তাছাড়া হাটের পাশে ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজ হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। বিষয়টি এলাকাবাসী বার বার প্রশাসনের অবহিত করলেও আজও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি ভোগান্তির বিষয়টি স্বীকার করে জানান, জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ দিলে আমরা কলার হাট সরানোর ব্যাপারে বিবেচনা করব।