শৈলকুপা

শৈলকুপায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি

#টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপায় মধ্যরাতে এক কৃষকের বাড়ি ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার মধ্যরাতে উপজেলার দিগনগর ইউনিয়নের দহখোলা গ্রামের পশ্চিমপাড়া কৃষক শফিক উদ্দীণ খানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, প্রতিদিনের ন্যায় কৃষক শফিক উদ্দীণ ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বুধবার মধ্যরাতে অতর্কিতভাবে ডাকাত দল ঘরের পেছন দরজা ভেঙে রুমে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে খাটের সাথে হাত-পা বেঁধে সর্বস্ব লুট করে নিয়ে যায়।

কৃষক শফিক জানান, আনুমানিক ৩/৪ জনের একটি ডাকাত দল ঘরের পেছন দরজা ভেঙে আমার ছোট ছেলে পিয়াসের রুমে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেধে খাটের সাথে বেধে রাখে। ভয়ে চিৎকার করতে গেলে ডাকাত সদস্যরা আমাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মোবাইল সেটসহ লুট করে নিয়ে যায়। পরে ডাকাত দল চলে গেলে ডাকাতির শিকার ঘরের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে তা খুলে দেয়।

এদিকে, খবর পেয়ে বুধবার সকালে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button