শৈলকুপা
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্র নিহত

#টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ(২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র উপজেলার ধলরাহচন্দ্র ইউনিয়নের বড়ধলরাহচন্দ্র গ্রামের মোতাহার হোসেন মোল্যার ছেলে।
আব্দুলাহ লাঙ্গলবাঁধ আদিল উদ্দীণ ডিগ্রি কলেজের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আব্দুল্লাহ নিজবাড়িতে মোটরপাম্পের বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এঘটনায় আব্দুল্লাহ’র অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।