শৈলকুপা

ফুটফুটে তানভীরকে কী আমরা বাঁচাতে পারি না?

#ঝিনাইদহের চোখঃ

মা হারা এতিম ফুটফুটে ছোট্ট শিশু তানভীর খলিল। বয়স মাত্র ৬ বছর। সুন্দর পৃথিবীর মনোরম পরিবেশ এখনো তার কাছে অচেনা। এর মাঝেই পৃথিবীর পরম শান্তির ছায়াতল মাকে হারিয়েছে সদ্যই।

মা হারানোর পরেই এতিম শিশু তানভীর খলিলের মস্তিষ্কে ধরা পড়েছে ব্রেণ টিউমার নামক ঘাতকব্যাধি অসুখ।

বিশেষজ্ঞ চিকিৎসরা জানিয়েছে দ্রুত অপারেশন করা না গেলে অকালে প্রাণ হারাতে পারে ছোট্ট শিশু তানভীর খলিল। তবে চিকিৎসার জন্য লাগবে প্রচুর টাকা। তবে তানভীরের পিতা দরিদ্র হওয়ায় অপারেশন যে অসম্ভব কল্পনা তার পিতার কাছে। তাই ছোট্ট তানভীরের জীবন বাঁচাতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে নিরুপায় হয়ে সাহায্যের আবেদন করেছে এতিম শিশুর অসহায় পিতা ইদ্রিস আলী।

তানভীর খলিল শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের অসহায় পিতার এক এতিম সন্তান। আপনার একটু সহানুভুতিতে বেঁচে যেতে পারে এই ছোট্ট এতিম শিশুর জীবন।

==================================
যোগাযোগ: 01918 95 63 17
বিকাশ- 01942201958(ব্যক্তিগত)
রকেট: 01918956317-4
ডাচবাংলা একাউন্টস নাম্বার: 168.105.51208

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button