শৈলকুপায় জাতীয় শোক দিবস পালিত

#মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধলরাহচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকালে উপজেলার ধাওড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
ধলরাহচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশীদ শামীমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুর রহমান জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরোজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ।