কোটচাঁদপুর
ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় সুমাইয়া খাতুন (১২) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার ভাই ও বাবা।
বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার গুড়পাড়া-তালিনা সড়কের বুড়োর বিল নামক স্থানে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া উপজেলার কন্যানগর গ্রামের আব্দুস ছামাদের মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুল আলম হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।