হরিণাকুন্ডুতে বাল্য বিবাহের দায়ে পিতাকে অর্থ দন্ড
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপ‚র গ্রামে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনে পাইরা আক্তার সুমির পিতা মোঃ শহিদুল ইসলামকে নগদ পাচ হাজার টাকা জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ।
সোমবার বিকালে তিনি খবর পেযে ঘটনাস্থাল দখলপ‚র গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এসময় উপস্থিাত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী মোঃ নজরুল ইসলাম , এ এসআই সাহ্ নেওয়াজ , এ এসআই রোকনুজ্জামান ।
উল্লেখ্য বিভিন্ন সুত্র জানায় কিছুদিন প‚র্বে নোটারী পাবলিকের মাধ্যমে সুমির পারদখলপ‚র গ্রামের খাইরুল ইসলামের সাথে বিবাহ হয়, সে হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্রী । সোমবার ঐ বাড়িতে নুতন করে বিবাহের অনুষ্ঠান চলছিল এদিকে খবর পেয়ে বর পক্ষ বিবাহ করতে আসেনি ।