শৈলকুপা

কবি গোলাম মোস্তফার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে কবি গোলাম মোস্তফার ৫৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটই বাজার কে,জি,এম ব্লাড ব্যাংকের উদ্দ্যোগে কবি গোলাম মোস্তফার ৫৫ তম মৃত্যু বার্ষিকীত শোক র‍্যালি ও দোয়ার মাহাফিলের মধ্যে দিয়ে শেষ করলো ভাটই বাজারের সেচ্ছায় রক্তদান সংগঠন।

কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংক ১৭-২-১৯ থেকে এই সংগঠনের পথ চলা দীর্ঘ ৮ মাস পাড়ি দিতে যাচ্ছে এই সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ব্যাগ রক্ত ডোনেট করা হয়েছে।শৈলকুপা,ঝিনাইদহ,হরিণাকুন্ডু, কুষ্টিয়া, ফরিদপুর-সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সংগঠন রক্ত ম্যানেস করে দিয়ে থাকে,হাসবে রুগি বাঁচবে প্রাণ সেচ্ছায় করবো রক্তদান,এই শ্লোগান নিয়ে পথ পারি দিচ্ছে, রক্তে অর্জিত বাংলার মাটি মানব সেবায় করবো খাটি, রক্তের অভাবে ঝরবেনা কোনো প্রাণ সেচ্ছায় করবো রক্তদান বিভিন্ন শ্লোগান মাধ্যেমে এই সংগঠন কাজ করে যাচ্ছে তাদের লক্ষ্য রক্তের অভাবে কোনো প্রাণ যেতে দিবেনা।

তাদের এই অনুষ্ঠানে স্বাধুবাদ জানিয়েছেন কবি গোলাম মোস্তফার পুত্র মোস্তফা মনোয়ার এই সংগঠনের সেচ্ছাবেক ১২-১০-১৯ বিকালে কবি গোলাম মোস্তফার বাড়ি গিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে তার পুত্র সাথে রাতে ফোনে কন্টাক করে তাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং ভিডিও কন্ফারেন্সের মাধ্যেমে সে এই অনুষ্ঠান উপভোগ করেছেন তারা কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের সকল সদস্য কে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন। দোয়ার মাহাফিলে সেচ্ছায় রক্ত দান এই প্রসঙ্গে আলোচনা রাখেন দাওয়াতি মেহমান বিন্দু ও সকলে সাধুবাদ জানিয়ে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে যেতে ও সকলকে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে কাজ করা আহ্বান জানিয়ে আলোচনা শেষ করেন।

দোয়ার মাহাফিল পরিচালনা করেন কবি গোলাম মোস্তফা ব্লাড ব্যাংকের
আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মোঃ পলাশ হোসেন, সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুল্লাহ মন্ডল আলোচনা শেষ মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় কবি গোলাম মোস্তফার ৫৫ তম মুত্যু বার্ষিকী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button