তুরস্কের আন্তজার্তিক কনফারেন্সে যাচ্ছে ইবির চার শিক্ষক
অনি আতিকুর রহমান, ঝিনাইদহের চোখঃ
এরাসমাস টিচিং এন্ড মোবিলিটি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। তুরস্কের চানকিরি কারাতিকীন বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক হলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সাত্তার, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, প্রফেসর ড. মামুন আল রশিদ ও বিদেশী শিক্ষার্থী বিষয়ক সেলের পরিচালক ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।
জানা যায়, টিচিং অনুষ্ঠান শেষে তারা তুরস্কে অনুষ্ঠিত ৫ম আন্তজার্তিক তুর্কি কনাফারেন্সে যোগদান করবেন বলে জানা গেছে। এই কনফারেন্স তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রফেসর আব্দুস সাত্তার ও প্রফেসর আতিকুর রহমান বক্তব্য রাখবেন।
এছাড়াও কনফারেন্স শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইদগির বিশ্ববিদ্যালয়ের সাথে (শিক্ষক, শিক্ষার্থী আদান প্রদান এবং একাডিমক ও গবেষণা কার্যক্রম সম্পর্কিত) তিনটি সমঝোতা স্মারক চুক্তি হবে।