শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত -১৫
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামে ঝন্টু ও শফিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল এরই জের ধরে শনিবার দুপুরে ভাই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে এরই জের ধরে উভয় গ্রুপের লোকজন একসাথে জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় একই গ্রামের আব্দুল হাকিম, পিতা- ইয়াজউদ্দিন, ইউনুস আলী, পিং-গোলাম মোস্তফা, বকুল, পিং-ইদ্রিস ্আলী, রুবেল, পিং-ছরোয়ার, লতিফা, স্বামী-আলিমুদ্দিন, সোনিয়া, স্বামী-মিরা খা, রুমি, স্বামী- বাদশা, ফিরোজ, পিং আলিমুদ্দিন সহ আরও ৮ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সারুটিয়ার তেঘরিয়া গ্রামে শনিবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।