ইবিতে ‘ধর্মীয় জীবনে সুন্নাহ ও বিদা’আত’ বিষয়ে সেমিনার
অনি আতিকুর রহমান, ইবি প্রতিনিধি, ঝিনাইদহের চোখঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশের ধর্মীয় জীবনে সুন্নাহ ও বিদা‘আত’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি প্রফেসর ড. লোকমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন। সেমিনারে আলোচক ছিলেন বিভাগীয় প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কাওসার মোঃ বাকী বিল্লাহ।
সেমিনারে প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর তত্ত¡াবধায়নে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক মুহাম্মাদ খালিদ বিন নাছের।
মুহাম্মাদ খালিদ বিন নাছের তার বক্তব্যে বলেন, ‘ধর্মীয়ভাবে মানুষের মাঝে যে বিভ্রান্তি আছে সেটাকে দূর করে সঠিক ইসলামের পথে আনাই আমার প্রধান লক্ষ্য। ইসলামে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটাকে কুরআন হাদিসের দলিলের মাধ্যমে সমাজের চোখে তুলে ধরে সকল প্রকার অসারতাকে দুর করতে চাই। ’