মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ৯ জন আটক
মোঃ আজাদ, ঝিনাইদহের চোখঃ
প্রতিদিনের ন্যায় আজও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর ও জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী,পুরুষ ও শিশুসহ ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
২৬ নভেম্বর সকালে এক প্রেসব্রেফিংয়ে বিজিবি জানায়, মঙ্গলবার ভোরে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ জুলুলী বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৫২/৯-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাঠপাড়া মাঠের মধ্য হতে পুরুষ-০২জন, নারী-০৩ জন এবং অপ্রাপ্ত-০২ জন ও পলিয়ানপুর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৬০/১৪-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার রায়পুর মাঠের মধ্য হতে পুরুষ-০১জন, নারী-০১জনসহ মোট ০৯ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়।
আটককৃত ০৯ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।