শৈলকুপায় জয়িতাদের সম্মাননা প্রদান
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর ২০১৯ হতে ১০ ডিসেম্বর ২০১৯ এবং বেগম রোকেয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মহিলা অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপত্বিতে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, থানার ওসির পক্ষে এসআই অমিত সাহাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে ৫জন জয়িতাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।