হরিণাকুন্ডেুর শিতলী গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডেুর শিতলী গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হরিণাকুন্ডু শিতলী আল-আমিন ট্রাষ্টের উদ্দ্যেগে সোমবার দুপুরে শিতলী পুর্বপাড়া
একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। আল-আমিন ট্রাষ্টের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও অতিরিক্ত দায়রা জজ শাহাজান আলী শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানা শ্রমিকলীগের আহŸায়ক আব্দুল হান্নান, আল-আমিন ট্রাষ্টের সাধারন সম্পাদক এ্যাড. শফিউল আলম, আল-আমিন ট্রাষ্টের সাংগঠনিক সেক্রেটারী সোহরাব হোসেন জোয়ার্দ্দার, কাপাসাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফৎ হোসেন ঝন্টু, হাফেজ মাওলানা সোলাইমান হুসাইন, হাফেজ মাওলানা মোবারক হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সাব্দার হোসেন। আল-আমিন ট্রাষ্টের সাধারন সম্পাদক এ্যাড. শফিউল আলম জানান, আর্ত মানবতার সেবায় ব্রত নিয়ে ২০১৭ সালে সম্পুর্ন-অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ইতিপুর্বে আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল বিতরণ করা হয়।
মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পুরনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বিধবা মহিলাদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। ধনী ব্যক্তিদের আর্থিক দানের হাত সম্প্রসারিত হলে, সমাজের অসহায় মানুষকে আরো বেশী করে সাহয্যে করা যেত বলে প্রত্যাশা করেন।
সমাজের অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য ট্রাষ্টের পক্ষ থেকে ধনী ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহŸান জানানো হয়।