মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ১৮ জন আটক
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত প্রায় ২মাস ধরে বাংলাদেশে অনুপ্রবেশে অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের জুলুলি বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশু ও পুরুষ সহ ১৮ জন কে আটক করেছে বিজিবির বিশেষ টহল দল । মহেশপুরের দীর্ঘ সীমান্তের জলুলী বিওপি এলাকা দিয়ে অনুপ্রবেশের পর তাদের কে আটক করা হয় । এদের মধ্যে ৫জন শিশু, ৫জন নারী ও ১দালাল সহ৮জন পুরুষ রয়েছে।
বিজিবির খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানিয়েছেন, আজ মঙ্গলভোরে জুলুলী বিওপি এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবির বিশেষ টহলদল এসব নারী-পুরুষ ও শিশুকে আটক করে । তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পাসেপার্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের হয়েছে ।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫শ জন কে আটক করল বর্ডার গার্ড বিজিবির বিশেষ টহল দল । তবে সীমান্তে বসবাসকারী স্থানীয়দের দাবি এভাবে অনুপ্রবেশের সংখ্যা আরো কয়েকগুণ বেশী হবে।