ঝিনাইদহে অভিযানে ৩টি ইট ভাটায় ১০ লাখ টাকা জরিমানা
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩টি ইট ভাটায় ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে জেলার শৈলকুপা উপজেলায় এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
উপজেলার বড়িয়া ইমরান ব্রিকসে অভিযান চালিয়ে ৫ লাখ, তমালতলা রবিন ব্রিকসে ৩ লাখ ও কামান্না থ্রি স্টার ব্রিকসে ২ লাখ টাকা জরিমানা করে। সর্বমোট ১০ লাখ জরিমানা আদায় করে। অভিযানে জেলা পুলিশের সদস্য ও শৈলকুপা ফায়ার সার্ভিসের টিম সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সারাদেশের ন্যায় ঝিনাইদহের ইট ভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে শৈলকুপাতে আজ ৩টি ইট ভাটায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর অভিযানের শুরুতে শৈলকুপায় এর আগেও ৪টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।