শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় শিশু নিহত, চালক আটক
এম. হাসান মুসা, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় সামিয়া (৮) নামের তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষন্দিয়া গ্রামে বুধবার দুপুর আড়াইটার দিকে। নিহত সামিয়া লক্ষন্দিয়া গ্রামের লুৎফর রহমানের কন্যা ও লক্ষন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। এ সময় এলাকাবাসি ইজিবাইকের চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে বলে জানা যায়।
এলাকাবাসি জানান, সামিয়া বাড়ি থেকে টিফিন খেয়ে স্কুলে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মুত বলে ঘোষনা করেন। এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইকের চালক কুমিরাদহ গ্রামের শহিদুলকে গণধোলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, শৈলকুপার আবাইপুর ইউনিয়নের লক্ষন্দিয়া গ্রামে ইজিবাইকের ধাক্কায় সামিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে বলে তিনি জানান।