শৈলকুপায় বন্দোবস্তকৃত জমি বিক্রি করায় গোডাউন সিলগালা
টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় বন্দোবস্তকৃত জমি বিক্রি করায় গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে নতুন বাজার কলা হাটে এ ভ্রা¤্রমান আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় হাবিবপুর গ্রামের জনৈক নাছিমা খাতুন এর নামে একসোনা ইজারা বন্দোবস্ত মুলে ৯২/১৪২৩ নথিভুক্ত ১২৪নং কবিরপুর মৌজার ২‘শত ১০ বর্গফুট জমির উপর নতুন বাজার কলাহাটে নির্মিত গোডাউনটি সিলগালা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা জানান, একসোনা ইজারায় বন্দোবস্তকৃত জমি হস্তান্তর যোগ্য নয়। তবে প্রকৃত বাজার ব্যবসায়ী হলে ইজারাপ্রাপ্ত সাপেক্ষে বৈধভাবে ব্যবসা করতে পারবেন। অভিযোগ আছে হাবিবপুর গ্রামের নাছিমা খাতুন জমি বন্দোবস্ত নিয়ে ১৩ লাখ ৯৫ হাজার টাকায় আউশিয়া গ্রামের আজিজুর রহমান নামে এক ব্যবসায়ীর নিকট হস্তান্তর করেছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় উক্ত বন্দোবস্ত বাতিল করার সুপারিশ করে ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।
এ সময় শৈলকুপা সহকারি কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল সহ বাজার ব্যবসায়ী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।