শৈলকুপা

শৈলকূপায় শীতার্ত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-

সপ্তাহের একদিন শুক্রবার ছুটির দিনে চাকুরীজীবিরা সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটান,কিন্তু ব্যাতিক্রম লক্ষ্য করা গেল শৈলকূপা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার ক্ষেত্রে।

তিনি ছুটির এদিনেও সহকারী কমিশনার (ভ’মি) পার্থ প্রতিম শীলকে সাথে নিয়ে, উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের হাতেমপুর গ্রামের অসহায় ও দুস্থ্য ভুঁইমালী স¤প্রদায়ের শীতার্ত আদিবাসীদের নিকট কম্বল নিয়ে হাজির হলেন উষ্ণতার পরশ ছড়াতে। ৫০টি পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল এক এক করে তুলে দিলেন সবার হাতে।

প্রধানমন্ত্রীর এ উপহার হাতে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।এ স¤প্রদায়ের সদস্য কল্পনা, রাধারাণী, সুবোধ জানান যে এই প্রথম তাদের স¤প্রদায়ের মধ্যে কোনো নির্বাহী কর্মকর্তা এসে কম্বল বিতরণ করলেন। ইতি পূর্বে কোনো কর্মকর্তাই তাদের কাছে উষ্ণতার পরশ ছড়াতে এভাবে কম্বল বিতরণ করতে আসেননি।

কম্বল প্রাপ্তরা স্বস্তির পরশ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন ও নির্বাহী কর্মকর্তাকে কম্বল সহ তাদের মাঝে পেয়ে তারা হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করেন। কম্বল বিতরণকালে ইউএনও কানিজ ফাতেমা আগতদের জানান এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button