শৈলকুপায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু ।
নির্বহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা বলেন, ‘রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদের দেশে এরকম প্রচেষ্টা শুরু হয়েছে। এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশের প্রথম ধাপ অতিক্রম করছি।’
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন,সহকারি কমিশনার (ভূমি) পার্থপতিম শিল,কৃষি কর্মকর্তা আকরাম হোসেন,প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা সহ বিভন্ন দপ্তরের দপ্তর প্রধান ,ইউপি চেয়ারম্যান ও সচিব বৃন্দ।