শৈলকুপা

ঝিনাইদহ শৈলকুপায় সংঘর্ষে পুলিশসহ আহত অন্তত ১৫ (ভিডিও)

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় আদিপত্য বিস্তার করা নিয়ে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ গুলি বর্ষণ করেছে। আহতদের মধ্যে লিটন সিকদার নামের এক ব্যক্তি গুলি বিদ্ধ হয়েছেন।

আজ রোববার বেলা একটার দিকে শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের বিপ্রবকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানিয়েছে আহতদের মধ্যে শৈলকুপা থানার এসআই সিহাবসহ ১০জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রাম্য সুত্র জানায় সকাল সাড়ে ১০টার দিকে বিপ্রবকদিয়া গ্রামের হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু জোয়ারদারের কলেজ পড়–য়া ছেলে স্থানীয় সাধুহাটি বাজারে যাওয়ার পরে প্রতিপক্ষের লোকজন বেদম ভাবে মারপিট করে। এখবর ছড়িয়ে পড়লে সাচ্চু জোয়াদারের সর্মথকরা সেখানে ছুটে আসে। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

খবর পেয়ে মাত্র কয়েকজন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। পুলিশের ওপর আক্রমণ শুরু করলে গুলি ছুড়ে অত্মরক্ষার চেষ্টা করে পুলিশ। একজন এসআই সহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে সাচ্চু জোয়ারদারের প্রতিপক্ষরা গ্রামে ঢুকে কমপক্ষে ৩ টি বাড়ি ভাংচুর করে। ঘরের আসবাব পত্র চুরমার করে দেয়। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট ৭ নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সর্মথকদের সাথে বিরোধ চলে আসছে সাচ্চু জোয়ারদারের লোকজনের। তার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন।

এই রিপোর্ট পাঠানোর সময় রাত সোয় ৮টার দিকে শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ৭নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও বিপ্রবকদিয়া গ্রামের হাইস্কুলের শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু জোয়ারদারের সর্মথকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের ওপর আক্রমন করে গ্রামবাসিরা। আহত হন এসআই সিহাবসহ তিন পুলিশ সদস্য। সংঘর্ষে ১৫/১৬ জন আহত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button