ঝিনাইদহে মঞ্চস্থ হলো ঐতিহাসিক ‘কামান্না ট্রাজেডী’ নাটক
ঝিনাইদহের চোখ-
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝিনাইদহে মঞ্চস্থ হলো গণহত্যার পরিবেশ থিয়েটার ‘কামান্না ট্রাজেডী’।
রবিবার রাতে শৈলকুপা উপজেলা কামান্না গ্রামের ২৭ শহীদ সমাধী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমী। শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মজিবর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে সেখানে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ ও ২৭ শহীদের শাহাদত বরণ নিয়ে রচিত ‘কামান্না ট্রাজেডী’।
মুক্তিযুদ্ধে ঝিনাইদহের বীরযোদ্ধাদের অবদান, তৎকালীন পরিবেশ, পাকিস্থানীদের নির্মম নির্যাতন ফুটিয়ে তোলা হয়েছে। যা দেখতে ভীড় করেন ওই গ্রামের শত শত মানুষ।
মুক্তিযুদ্ধে নাট্যজন প্রশান্ত হালদারের রচনায় ও তানভীর নাহিদ খান’র পরিকল্পনা ও নির্দেশনায় ১৯৭১ সালের ২৬ নভেম্বর শৈলকুপার কামান্না গ্রামে পাকিস্থানি বাহিনীর সংঘটিত হত্যাকান্ডের ঘটনাকে উপজীব্য করে পরিবেশন করা হয়।