শৈলকুপায় আব্দুল হাই এমপি’র পথসভা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কাতলাগাড়ী বাজার সংলগ্ন এ নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ পথসভা শুরু হওয়ার আগ থেকে ইউনিয়নের প্রতিটা গ্রাম থেকে মিছিল সহকারে দলে দলে লোকজন আসতে শুরু করে। কাতলাগাড়ী জিকে ক্যানেলের উভয়পাড়ে শত শত নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ওয়াজেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এমপি আব্দুল হাই।
প্রধান অতিথি নৌকায় ভোট চেয়ে তার সরকারের সকল উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এবারো নৌকায় ভোট দিয়ে আমার দলকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যবহত রাখুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আবেদ আলী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড, ইসমাইল হোসেন (পিপি), জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি স ম রানাউজ্জামান বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা উপজেলার স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।