শৈলকুপা

ঝিনাইদহে প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের স্মারকলিপি

বিজয় দিবসের বোনাস ভাতা প্রাপ্তির দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনির হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়।  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথার নেতৃত্বে অর্ধশত প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানরা বিজয় দিবসের বোনাস ভাতার দাবীতে স্মারকলিপি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহন করে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানদের জানান, উক্ত বিষয়টি তিনি জেলা প্রশাসক মহোদ্বয়কে জানাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি প্রেরণ করবেন।  ইউএনও’র আশ্বাসে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানরা বাড়ী ফিরে যায়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা জানান, বিজয় দিবসের বোনাস ভাতার এ দাবী যৌক্তিক।  আশা করি সরকার মুক্তিযোদ্ধা পরিবারের দাবী মেনে নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button