ঝিনাইদহে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঝিনাইদহের চোখ-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক মোঃ জিয়াউল হকের নেতৃত্বে শৈলকূপা উপজেলার পৌরসভার মধ্যে কবিরপুর স্ট্যান্ডে বাজার তদারকিমূলক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
সেসময় ঔষধ, খাদ্য প্রতিষ্ঠানসহ অনেকগুলি প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করা করা হয়।
সূত্রে জানাযায়, মূল্য তালিকা টানানো,দধিসহ মিষ্টিতে উৎপাদনের তারিখ লেখার তাগিদ প্রদানসহ সতর্ক করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অন্যান্য অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১৫০০/= টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় ক্যাবের জেলা সভাপতি মোঃ আমিনুর রহমান টুকু স্যার, ভোক্তার কম্পিউটার অপারেটর মোঃ রকি এবং প্রসিকিউটর হিসাবে ছিলাম আমি মোঃ ওয়াহিদুজ্জামান মিঞা, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, শৈলকূপা।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন ঝিনাইদহ পুলিশ লাইনের একটি দল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।