হরিণাকুণ্ডুতে বাল্য বিবাহ পন্ড || বিশ হাজার টাকা জরিমানা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ পন্ড করে বিশ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নবম শ্রেণীতে পড়ুয়া কনের বাড়ীতে অভিযান পরিচালনা করে বিয়ের অনুষ্ঠান পন্ড করেন তিনি। এসময় ভ্রাম্যমান আদালতে তিনি বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনে ও বর পক্ষের অভিভাবককে বিশ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও একই সময়ে তিনি কনের পিতার কাছ থেকে আঠারো বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেবেনা মর্মে মুচলেকা আদায় করেন।
উল্লেখ্য কনের পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার বরিশখালী গ্রামের (মালায়েশিয়া)প্রবাসী সাব্বির আহমেদ দুই বছর পূর্বে বিদেশে চাকুরীরত অবস্থায় নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে মোবাইল ফোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, পরবর্তীতে দেশে ফিরে আনুষ্ঠানিক ভাবে বিবাহ অনুষ্ঠান করছিলেন।
উপজেলা প্রশাসন বাল্যবিবাহ নিরোধ কল্পে লাগাতার অভিজান পরিচালনা করে জরিমানা সহ বিয়ে পন্ড করা অব্যহত রখলেও থামছে না বাল্যবিবাহ।