শৈলকুপা
শৈলকুপায় খামারিদের গরু-ছাগল মোটাতাজাকরণ প্রশিক্ষণ শুরু
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনা্ইদহের চোখ-
কোরবানি ঈদকে কে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় খামারি পর্যায়ে গরু-ছাগল মোটাতাজাকরণ প্রশিক্ষণ শুরু হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে রবিবার বেলা ১২টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মামুন খান সভাপতি হিসাবে উপস্থিত থেকে ২৫ জন খামারীর তিন দিন ব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন।
এ প্রশিক্ষনের মাধ্যমে সঠিকভাবে গরু-ছাগল মোটাতাজাকরণ প্রক্রিয়া শিখে খামারীরা লাভবান হবেন। বিশেষ ভাবে স্টেরয়েড মুক্ত মোটাতাজাকরণ এবং এর ব্যাবহারের কুফল ও মানবদেহে এর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হবে বলে তিনি জানান।