শৈলকুপা ‘শেখপাড়া ব্লাড ডোনার ক্লাব’র আলোচনা সভা ও সম্মাননা প্রদান
রানা আহম্মেদ অভি, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপায় রক্তযোদ্ধাদের নিয়ে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) উপজেলার শেখপাড়া বাজারের রাহাতন নেছা গালর্স স্কুলে এ উন্নয়ন শীর্ষক আয়োজন করা হয়। ঝিনাইদহের অন্যতম রক্ত প্রদান সংগঠন ‘শেখপাড়া ব্লাড ডোনার ক্লাবের’ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা অক্লান্ত পরিশ্রমী সদস্য ও সংগঠনের আগামীদিনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটির শেষে শেখপাড়া রাহাতন নেছা গালর্স স্কুল থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে পুনরায় রাহাতন নেছা গালর্স স্কুলে এসে র্যালি দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেকেন্দার আলী মোল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ. ম. বাবুর, শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মো আসাদুর রহমান, শেখপাড়া রাহাতন নেছা গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ করিম, আরজু আইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান কোয়েল, ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অ্যাডভোকেট ও সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় মেম্বার গাজী শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খালিদ হাসান রাবু, সভাপতিত্ব করে সংগঠনটির সভাপতি জে এম তৈফিক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুর রহমান বলেন, বর্তমান যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে । সে যুবসমাজকে ধ্বংস থেকে রুখে সামাজিক কার্যক্রমে অংশ হিসেবে দেখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। শেখপাড়া অনেক সম্ভাবনাময় এলাকা। আমাদের এ এলাকাকে সকলের সামনে তুলে ধরতে হবে। সামাজিক ভাবে যতটুকু এগিয়ে যাওয়া যায় তোমরা এগিয়ে যাও। আমরা অর্থনৈতিকভাবে যতটুকু সাহায্য করা যায় সেভাবে পাশে থাকবো। শেখপাড়া ব্লাড ডোনার ক্লাবের পাশে যথাসম্ভব সহযোগীতায় থাকবো এই আমার প্রত্যাশা।