বঙ্গবন্ধু-স্বাধীনতা-মুক্তিযুদ্ধ-বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনলাইন কুইজ প্রতিযোগিতায় ঝিনাইদহ বিজয়ী ইফতেহাজ
ঝিনাইদহরে চোখ-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই এর যৌথ সহযোগিতায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী, মহান স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সারা দেশব্যাপী আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলা থেকে বিজয়ী হয় মোঃ ইফতেহাজ বিন মোর্শেদ।
বিজয়ী এই প্রতিযোগী ঝিনাইদহের রিয়াদুল জান্নাত আদর্শ দাখিল মাদরাসার ছাত্র।
মোঃ ইফতেহাজ বিন মোর্শেদের হাতে মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি ল্যাপটপ, একটি সার্টিফিকেট এবং একটি ক্রেস্ট পুরষ্কার হিসেবে তুলে দেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং প্রোগ্রামার(ভারপ্রাপ্ত), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,ঝিনাইদহ জেলা কার্যালয়।