টপ লিডমহেশপুর

ঝিনাইদহে ৪১ লাখ টাকা মূল্যে ৫টি স্বর্ণেরবারসহ আটক চোরাকারবারি

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহে ৪১ লাখ ২২ হাজার টাকা মূল্যে ৫টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি । আজ বিকেলে জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির গুড়দাহ বাজার থেকে আটক করা হয়।

আটককৃত- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহ নগর কাজীরবেড় উত্তর পাড়ার হামিদুল মন্ডলের ছেলে সুমন মান্ডল (২৩) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার গুড়দাহ বাজারে অপারেশন পরিচালনা করা হয় । এ সময় চোরাচালানকৃত ৫টি স্বর্ণের বারসহ সুমন মান্ডলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আসামীর পরা স্যান্ডেলের ডান পায়ের তালুর নীচ হতে কালো কসটেপ দিয়ে মোড়ানো ০২টি এবং বাম পায়ের তালুর নীচ হতে খাকি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৩টিসহ মোট ০৫টি বার জব্দ করা হয়। যার ওজন- ৫৮২.৮৬গ্রাম (৪৯ ভরি ১৫ আনা ০৩ রতি) । যার বর্তমান বাজার মুল্য মূল্য ৪১ লাখ ২২ হাজার ৪২২ টাকা । এ সময় আসামীর ০২টি মোবাইল ফোন জব্দ করা হয় ।

আটককৃত আসামী ও স্বর্ণবার মহেশপুর থানায় প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button