ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ কারবারিকে আটক করেছে ৫৮ বিজিবি।
আজ (১৭ জানুয়ারী) বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তের পদ্মপুকুর এলাকা থেকে স্বর্ণের বারসহ বায়েজিদ মিয়াকে আটক করা হয়। সে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইজিবাইক যোগে একটি স্বর্ণের চালান বাঘাডাঙ্গা সীমান্তের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি অভিযানিক টহল দল পদ্মপুকুর এলাকা থেকে ইজিবাইকটি গতিরোধ করে। পরে চালককে আটক করে ইজিবাইক তল্লাশি করে কস্টেপ দিয়ে মোড়ানো ৪টি স্বর্ণেবার উদ্ধার করে। যার ওজন ৪,শ ৬৬.৩৮ গ্রাম, মূল্য ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮’শ ৩০ টাকা।
অপর দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাধবখালীর ময়নাগাড়ী এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আসামীসহ স্বর্ণ মহেশপুর থানায় ও এয়ারগান জীবননগর থানায় হস্তারন্তর করা হবে।