ঝিনাইদহে আলু চাষে ভাগ্য ফিরেছে শত পরিবারের
শেখ ইমন, ঝিনাইদহের চোখঃ
আলু বাংলাদেশের মানুষের কাছে অন্যতম প্রধান খাদ্য হিসেবে পরিচিত ।অন্যান্য সবজীর চেয়ে বাজারে আলুর চাহিদা অনেক বেশি । আর সেই চাহিদা পুরনের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার এই চাষের সাথে জরিত ।
উক্ত গ্রামে প্রায় (৭০)সত্তর থেকে (৮০)আশি বিঘা জমিতে আলুর চাষ করে চাষিরা ।আলু চাষ করে আজ তারা স্বাবলম্বী ।সমস্ত অভাব অনটন কাটিয়ে আজ তারা সমাজে প্রতিষ্ঠিত ।
স্থানীয় কৃষক মোস্তফা হোসেন জানায়, একটা সময় ছিল যখন অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী ।কিন্তু আলু চাষ শুরু করে তাদের অনেক উন্নতি হয়েছে । মোস্তফা হোসেন বলেন, প্রায় তিরিশ বছর আলু চাষ করছি এর মাঝে অনেকবার চাষে ক্ষতিগ্রন্থও হয়েছি কিন্তু আলু চাষ ছাড়িনি ।তিনি বলেন এক কাঠা জমিতে চার থেকে পাচ মণ আলু হয়েছে ।বিগত বছরের তুলনায় এইবার ফলন অনেক বেশি ।
এই চাষে নারিদেরও অনেক অবদান রয়েছে ।উক্ত গ্রামের মাঠে সরেজমিনে ঘুরে দেখা যায় পুরুষের পাশাপাশি নারীরাও আলু চাষে ব্যাস্ত সময় পার করছে ।তারা আলু লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি খাটে ।
কৃষকেরা জানায় , এই আলু চাষ তাদের ভাগ্য খুলে দিয়েছে ।এই চাষ তাদের কাছে আশীর্বাদ স্বরুপ ।