শৈলকুপা
ঝিনাইদহে রাজাকারদের নাম বাতিল ও বিচারের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত রাজাকারদের ভাতা বাতিল, গেজেট থেকে নাম বাদ ও তাদের বিচারের দাবীতে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন করে।
রোববার সকালে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির কাছে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রইচসহ প্রায় ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।